Basic Math দিয়ে আপনার সমস্ত Problem দূর করুন
এখানে আমি Basic Math কে একটু নতুনভাবে Present করব যাতে যদি আপনি স্কুলে পড়ছেন তাহলে ক্লাসে যা বোঝানো হচ্ছে সঠিকভাবে বুঝতে পারেন বা যদি আপনি কম্পিটিশন পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাহলে self-study করার সময় Basic Math না জানার জন্য আপনার কোন সমস্যা না হয়|
অংকে যারা কাঁচা তাদের দু’রকম সমস্যা হয়:-
Basic Math ক্লিয়ার না থাকার জন্য কোন অংক দেখে বুঝতে পারেন না যে কি করতে হবে|
Basic Math এ সমস্যা থাকার জন্য ক্যালকুলেশন ঠিক মতো করে উঠতে পারেন না তার ফলে হয়তো অংকটি বুঝেই উঠতে পারেন না বা অকারণে কনফিউশন সৃষ্টি হয়|
এখানে আমরা Basic Math টিকে প্র্যাকটিক্যালভাবে শিখব যার ফলে আপনি self-study করুন বা ক্লাসে আপনার অংক বুঝতে আর এতোটুকু অসুবিধা হবে না| এখানে আমরা অংক বোঝার জন্য ভিডিও সাপোর্ট নব আর প্র্যাকটিস করে( মক টেস্ট সাহায্যে) আমরা সবকিছু চটপট শিখে নেব| এখানে Basic Math যেভাবে শেখানো হবে সেভাবে কিন্তু অন্য কোথাও শেখানো হয় না অর্থাৎ কোথাও আপনি ভিডিও আর প্র্যাকটিস সেট একসঙ্গে পাবেন না| আর ভিডিওগুলো পাঁচ থেকে সাত মিনিটের হয় যাতে অযথা সময় নষ্ট হবে না| তাড়াতাড়ি ভিডিও দেখে ও প্র্যাকটিস করে সবকিছু চটপট শিখে নিতে পারবেন|
Basic Math শেখার জন্য আমরা সম্পূর্ণ পাটিগণিত কে দু’ভাগে বিভক্ত করেছি যাতে আপনি সেল্ফ স্টাডি মাধ্যমেও নিজে নিজেই সব কিছু শিখে উঠতে পারেন|
পাটিগণিতে আমরা শুধু চার রকমের অ্যাক্টিভিটি করি যেমন যোগ দেওয়া, বিয়োগ করা, গুণ করা ও ভাগ দেওয়া| যদিও এই একটিভিটির মধ্যে ডেসিমাল স্কয়ার রুট কিউব ও অন্যান্য পদ্ধতি গুলোর উপরে যে বেসিক পার্ট আছে সেটিকে ভালভাবে রপ্ত করা|
সম্পূর্ণ পাটিগণিতে মোটামুটি আঠারোটি চ্যাপ্টার আছে এবং যারা অংকে কাঁচা তাদেরকে প্রত্যেক চ্যাপ্টার কে একটু অন্য ভাবে শিখতে পারলে খুব ভালো হয়| তার জন্য প্রত্যেকটি চ্যাপ্টার মধ্যে যে বেসিক কনসেপ্ট গুলো আছে তাকে ক্লাসিফাইড করে দিলে আপনি কিন্তু self-study মাধ্যমেই সব কিছু নিজে শিখে নিতে পারবেন আর অংকে কাঁচা বলে দুঃখ করতে হবে না|
তাই আপনাদের কাছে অনুরোধ আছে এই পাতাটি লিংক সযত্নে নিজের কাছে রাখবেন এবং বন্ধুদের শেয়ার করবেন যাতে তারাও তাদের অঙ্ককে খুব ভালোভাবে শিখে উঠতে পারে
Normal Addition: – যদি 5 থেকে 3 যোগ করতে বলা হয় তবে আপনার প্রত্যেকে উত্তরে বলবে যে উত্তরটি 8 হবে। যারা ব্যাংকের পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, বা যাদের তাড়াতাড়ি যোগ করতে অসুবিধা হয় তাদের জন্য আমি একটা প্র্যাকটিস পেপারের মক দিচ্ছি যাতে বারবার প্যাকটিস করলে দুই থেকে চার দিনের মধ্যেই চটপট যোগ করা শিখে নেবেন। লিঙ্কটি এখানে দিলাম, এখানে ক্লিক করুন
দশমিক সংযোজন: –